শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর

নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার সকাল ১০ টায় উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নওপাড়া গ্রামের ভুক্তভোগী মৃত.রহিম শেখের ছেলে সামসুর রহমান বলেন, গত ২৩শে মে গভীর রাতে প্রতিবেশী আনিসুর রহমানের বাড়িতে আগুন লেগে তার শ্বয়ন ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রতিবেশী আনিসুর রহমান নাটোর আমলী আদালতে আমার নাম সহ আমার ছেলে মনিরুল ইসলাম ও আমার ভাই জালাল উদ্দিনের নামে মিথ্যা মামলা দায়ের করেন। গত দশ বছর যাবৎ আমার দুই কিডনি নষ্ঠ হয়ে আছে। বিছানা থেকে উঠতে পারিনা। কোন রকম ঔষধ খেয়ে এখনও বেঁচে আছি। তারপরও তাদের নিজের স্বার্থ হাছিলের জন্য আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। ভুক্তভোগী সামসুর রহমান আরো বলেন,আমার ভাই জালাল উদ্দিন তাদের কাছ থেকে জমি কিনে নেয়। তাদের ঘরের মধ্যে আনুমানিক ৫ হাত জায়গা তারা দখল করে নিয়ে আছে। সেই প্রতিবাদ  করাই আমাদের নামে আজ মিথ্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার বাদী আনিসুর রহমান মোবাইল ফোনে বলেন, যাদের নামে মামলা দায়ের করেছি তারাই আমার ঘর পুড়িয়েছে।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …