রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে আল আমিন (০৯) নামে এক শিশুটির মৃত্যু হয়েছে। নিহত আল আমিন উপজেলার ইদিলপুর গ্রামের ময়েজ উদ্দিনেরর ছেলে। সে মকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে আল আমিন নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান পায়না। অবশেষে রাতে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে তার খোঁজ করা হয়। পরে রাত দুইটার দিকে জালে শিশুটির মরদেহ উঠে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাধনতাবসত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

আরও দেখুন

নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,, নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস(৬০) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। …