বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ক্ষুদে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য

নাটোরের ক্ষুদে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য

নিজস্ব প্রতিবেদক
ফেনীতে অনুষ্ঠিত শেখ রাসেল জাতীয় জুনিয়র সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০১৯ বালক অনুর্ধ্ব-১৫ ধারাবাহিকভাবে সফল নাটোরের ক্ষুদে ব্যাডমিন্টন খেলোয়াড়রা। শুক্রবারের খেলা নাটোর জেলার রাতুল ও রিফাত জুটি ২য় রাউন্ডে মাগুরা জেলার জয় ও জাফর জুটিকে (২১-১৮)(২১-১৪) সেটে পরাজিত করে ৩য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করেছে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …