নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় আখ বহনকারী ট্রলির ধাক্কায় আফছার আলী নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সূর্যবাড়ি বটতলা মোড়ে আখ বহনকারি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আফছার আলী (৪৫) উপজেলার বনগ্রাম এলাকার মৃত কেরামত আলীর ছেলে।এ ঘটনায় ট্রলির চালক পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কৃষক আফছার আলী নিজের জমি থেকে আখ কেটে পাওয়ার ট্রলিযোগে আখ নিয়ে বুড়িরভাগ চিনিকলের আখ সেন্টারে যাওয়ার সময় সূর্যবাড়ি বটতলায় আখ বহনকারী ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে একটি আম গাছের সাথে ধাক্কা লাগে।ট্রলির চালকের পাশে বসা কৃষক আফছার আলী গাছ ট্রলির মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।পরে এলাবাসীরা ছুটে এসে আফছার আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে।ট্রলির চালক পালিয়ে যায়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার বলেন,ঘটনার পর ট্রলির চালক পলাতক রয়েছে।তাকে আটকের চেষ্টা চলছে।
আরও দেখুন
লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …