মঙ্গলবার , নভেম্বর ১৮ ২০২৫
নীড় পাতা / খেলা / নলডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নলডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান। নলডাঙ্গা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পুরুষত্তোমবার্টী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীদের মধ্যকার খেলায় পুরুষত্তোমবার্টী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইবেকারে ১-০ গোলে বিজয়ী হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় কৃষ্ণপুরদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়।

আরও দেখুন

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি  ও সম্পাদক আমিরুল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯ তম বার্ষিক সাধারণ সভা …