নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের উদ্দেশ্যে নাটোরের নলডাঙ্গায় বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আরও বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান।
আরও দেখুন
সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …