নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গা উপজেলায় পিপরুল ইউনিয়নের কৃষি জমিতে লবন ব্যবহার নিরুৎসাহিত করণে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলেপিপরুল ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। সাম্প্রতিক সময়গুলোতে কৃষি জমিতে লবণের ব্যবহার বেড়ে গেছে। এর ফলে দীর্ঘমেয়াদি একটা সংকটের মুখে পড়তে যাচ্ছে কৃষি উৎপাদন। বিশেষ করে পেঁয়াজ চাষে লবণের ব্যবহার অধিক লক্ষ্য করা যায়। কৃষকরা যাতে তাদের কৃষি জমিতে লবণ ব্যবহার করতে না করেন তার জন্যই এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
