মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানার উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানসমূহে নিয়ে উপজেলা পর্যায়ে “বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন একক অভিনয় ও চলচ্চিত্র প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়।

প্র‌তি‌যো‌গিতা শে‌ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব -আল- রাব্বি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান মহিলা শিরিন আক্তার নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের অধ্যাপক মামুনুর রশিদ প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে ২ নং তেবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে …