বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের শয়নঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের শয়নঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গার বাঁশিলা গ্রামে অগ্নিকাণ্ডে গোলাম রাব্বানী নামের এক রিকশা চালকের শয়নঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঁশিলা সরকার পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত রিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার জানান, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাঁশিলা গ্রামের গোলাম রাব্বানীর টিনের বেড়ার শয়নঘরে আগুন লাগে। স্থানীয়দের ঘন্টব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এসময় ঘরে থাকা নগদ টাকা আসবারপত্র, চাল, ডাল, কাপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহয়তা প্রদান করেন।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …