শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে লবণের মূল্য বৃদ্ধির গুজবে বাজারে ইউএনও’র অভিযান

নন্দীগ্রামে লবণের মূল্য বৃদ্ধির গুজবে বাজারে ইউএনও’র অভিযান

নিজস্ব প্রতিবেদক , নন্দীগ্রাম:  বগুড়ার নন্দীগ্রামে লবণের মূল্য বৃদ্ধির গুজবে বিভিন্ন বাজারে ইউএনও অভিযান চালিয়েছে। লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ লবণ কিনতে দোকানে দোকানে ভিড় জমায়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯শে নভেম্বর উপজেলার বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার অভিযান চালায়। তিনি ব্যবসায়ীদের গুদাম তল্লাশি ছাড়াও বিভিন্ন দোকান গুলোতে লবণের খুচরা ও পাইকারি মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেন। জানা গেছে, ১৯শে নভেম্বর সকাল থেকে লোকমুখে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে নন্দীগ্রাম, রণবাঘা, ওমরপুর, কুন্দারহাট, কুমিড়া পন্ডিতপুকুর, হাটকড়ই, বিজরুল ও দাসগ্রামসহ বিভিন্ন বাজারে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রয় শুরু হয়। লবণের মূল্য বৃদ্ধির গুজব শুনে লোকজন অতিরিক্ত লবণ কিনতে শুরু করে। অনেকেই আবার মজুদ করার জন্য লবণ বিক্রয় বন্ধ করে দেয়। গোটা উপজেলা জুড়ে এ গুজব ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা খুচরা ও পাইকারি বাজারে লবণের মূল্য বৃদ্ধি করে দেয়। নন্দীগ্রামের লবণ ব্যবসায়ী মিজানুর রহমার খোকন জানায়, লবণের মূল্য বৃদ্ধির গুজবে ক্রেতারা দোকানে হুমড়ি খেয়ে পড়ছে। সকাল থেকে হঠাৎ করেই ক্রেতারা ৫-১০ কেজি করে লবণ কিনতে শুরু করে। পাইকারি লবণ ব্যবসায়ী আরিফুল ইসলাম জানায়, সকাল থেকেই বিভিন্ন ব্যবসায়ীরা লবণ কেনার জন্য গুদামে ভিড় করে। তখন ক্রেতাদের ভিড় সামাল দিতে ¯িøপ করে লাইন ধরে লবন বিক্রয় শুরু করতে হয়। তবে লবণের মূল্য বৃদ্ধি হয়নি। সরকার নির্ধারিত মূল্যেই আমরা লবণ বিক্রয় করছি। লবণ কিনতে বাজারে আসা জয়নাল আবেদিন বলেছে, শুনেছি লবণের মূল্য নাকি অনেক বৃদ্ধি পাবে, তা শুনে ১০ কেজি লবণ কিনে রাখলাম। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি জানার পর অনেক ব্যবসায়ীর গুদামে-দোকানে অভিযান চালিয়েছি। দোকান গুলোতে লবণের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, লবণের মূল্য বৃদ্ধির গুজবে কান না দেয়ার জন্য সবাইকে বলা হয়েছে। 

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *