বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় তিনজন গ্রেপ্তার 

নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় তিনজন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে। 

জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ নন্দীগ্রাম থানায় দায়েরকৃত পৃথক পৃথক রাজনৈতিক মামলায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬০), বৃকঞ্চি গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান (৪৫) ও নন্দীগ্রাম শহরের নন্দীগ্রাম কলেজপাড়ার খোকন আলীর ছেলে আশরাফুল ইসলাম পায়েল (২২) কে গ্রেপ্তার করে। 

লুৎফর রহমান ও মজনুর রহমান আওয়ামী লীগ নেতা। আর  আশরাফুল ইসলাম পায়েল উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, তিনজনকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …