বৃহস্পতিবার , ডিসেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের বাসার সামনে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাড. ইলিয়াস আলী, শাহ মো. আল-হেলাল, সুশান্ত কুমার সরকার শান্ত, আ.বি রহিম, শামছুর রহমান, প্রভাষক আব্দুল বারী বারেক, হাফিজার রহমান শাহিন, আলাউদ্দিন সরকার ও বেলায়েত হোসেন আদর প্রমুখ।

উক্ত সভায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …