নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাইদুর বগুড়া নাটাইপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী লিটন মিয়া (৩০) ও শিমুল আহম্মেদ (৩৫) গুরুতর আহত হয়েছে।জানা গেছে, গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সাইদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …