বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার শিমুলের খাদ্যসামগ্রী বিতরণ

নন্দীগ্রামে অতিরিক্ত পুলিশ সুপার শিমুলের খাদ্যসামগ্রী বিতরণ

অসিম কুমার রায়, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী ও রামকৃষ্টপুর গ্রামে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল আলম দুদু’র কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিমুল। গত শনিবার বিকেলে তার সহধর্মিণী সেলিনা মাহফুজ নিমাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত তহবিল হতে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিমুল বলেন, আমার ১ মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা দিয়ে হতদরিদ্র কর্মহীন মানুষের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে বিতরণ করেছি। আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যার যার সাধ্যমত এই দুর্যোগকালীন সময়ে হতদরিদ্র কর্মহীন মানুষদেরকে সহযোগিতা করা প্রয়োজন। এ খাদ্যসামগ্রী বিতরণ কালে ৩নং ভাটরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল্লাহেল বাকীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার খাদ্যসামগ্রী পেয়ে হতদরিদ্র কর্মহীন মানুষ খুশি হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *