নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক লিমিটেডের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় অগ্রণী ব্যাংক লিমিটেড নন্দীগ্রাম শাখা ব্যবস্থাপক আব্দুস সবুরের সভাপতিত্বে গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আকরাম উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী ইউনুস আলী, সমশের আলী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে রসালো ফলের সমারোহ

নিজস্ব প্রতিবেদক:  ঋতুর পালাবদলে আবারো ফিরে এসেছে গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালের মধুমাস জ্যৈষ্ঠে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মেলায় নানা রকম রসালো ফলের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে । এ উপজেলার বিভিন্ন হাট-বাজারে রসে টসটসে দেশি ফলের পসরা সাজিয়ে বসে আছে দোকানীরা। ক্রেতাদের আকর্ষন করার জন্য দোকানীরা হাত উঁচিয়ে লিচুর ঝোপা নিয়ে ডাকছে ক্রেতাদের।  সরেজমিনে বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা গেছে, আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, ও জামসহ বিভিন্ন মৌসুমী ফলের সুগন্ধ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাজারগুলোতে। তবে বাজারে অন্য ফলের তুলনায় এখন বেশি দেখা যাচ্ছে আম ও লিচু। নন্দীগ্রাম উপজেলার …