শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নকল দেশি ঔষধ বিদেশি নামে বাজারে

নকল দেশি ঔষধ বিদেশি নামে বাজারে

নিউজ ডেস্ক
নকল দেশি ঔষধ বিদেশি নামে বাজারে সরবরাহ করায় রাজধানীর হাতিরপুলের একটি প্রতিষ্ঠানকে বিশ লক্ষ টাকা জরিমানা করেছে রেবের ভ্রাম্যমান আদালত। একইসাথে সিলভানট্রেডিং প্রতিষ্ঠানের মালিককে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে, হাতিরপুল বাজারের অপর পাশে একটি বহুতল ভবনে র‌্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ করা হয় পাঁচ কোটি টাকারও বেশি অবৈধ ঔষধ। র‌্যাবের নির্বাহী হাকিম সারোয়ার আলম জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই বিদেশি ঔষধ নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে।

প্রতিষ্ঠানটির অনিয়মের সাথে বিভিন্ন ফার্মেসী এবং ডাক্তারও জড়িত রয়েছে। অচিরেই অন্যান্যদের বিষয়েও আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী হাকিম।

আরও দেখুন

সিংড়ায় শহীদ ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি …