বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / অর্থনীতি / দুর্গোৎসবে টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর চালু

দুর্গোৎসবে টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর চালু

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
সারদীয় দুর্গোৎসব উৎযাপন উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্য্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টস সদস্যরা বন্দরে ফিরে এসেছে। শুরু হয়েছে বন্দরের পানামা পোর্টে পন্যের লোড-আনলোড। ফিরে এসেছে বন্দরের কর্ম চাঞ্চল্য। এখন ব্যাস্ত সময় পার করছেন কাষ্টমস কর্মকর্তাগন, তারা অফিস খুলে কাজে জড়িয়ে পড়েছেন।

এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্ঝামান জানান, দূর্গোৎসবের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটে যাত্রী যাতায়াত ছিলো স্বাভাবিকের তুলনায় বেশী।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, দূর্গোৎসবের কারনে টানা ৭ দিন আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার পর আজ রোববার সকাল থেকে যথারিতি বন্দরের কার্যক্রম আবারও চালু হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন। …