নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষা দেখতে গিয়ে ট্রাক চাপায় ১০ শ্রেণীর ছাত্র সহ মৃত্যু হয়েছে ২জনের।রোববার ১৪(নভেম্বর) সাগর ও তার বন্ধু শ্রাবণ তার নিজ বাড়ি বড় কোলগ্রাম হইতে একই গ্রামের ভ্যান চালক আশিকুর রহমান আশিককে নিয়ে দুপচাঁচিয়াতে এসএসসি পরীক্ষা দেখার জন্য আসে।
ঠিক ২টার দিকে বাড়ির উদ্দেশ্যে ওরা তিন জন সহ অপর এক যাত্রীকে নিয়ে রওনা দিলে ক্ষেতলাল টু দুপচাঁচিয়ার কাথহালী নামক স্থানে ভ্যানের এক্সেল ভেঙে দুই চাকা খুলে ভ্যানটি রাস্তার মাঝখানে পড়ে গেলে এসময় পিছন থেকে আসা মিনি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তারা চারজন গুরুতর ভাবে আহত হলে এলাকার স্থানীয় লোকজন এসে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাৎক্ষনিক নিয়ে গেলে রাস্তার পথিমধ্যেই কোলগ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদ হাসান সাগর(১৬)মারা যায়।
অপর তিন জনের মধ্যে ভ্যান চালক একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক(১৮)সহ তার বন্ধু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের নিয়ে এলে চিকিৎসক খুব দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ভ্যান চালক আশিকুর(১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । অপর বন্ধুর অবস্থা খুব আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে। এদিকে ভ্যানের অপর যাত্রী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ জানান, দুঘর্টনার পরেই ট্রাকের চালক সহ হেলপার পালিয়ে গেলে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এরিপোর্ট লেখা পযর্ন্ত কোন মামলা হয়নি।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় এসএসসি পরীক্ষা দেখতে গিয়ে ট্রাক চাপায় ১০ম শ্রেণীর ছাত্র সহ মৃত্যু ২ আহত ২
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …