রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দাশুড়িয়ায় ডিম দিবস পালিত

দাশুড়িয়ায় ডিম দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
গত ১১ অক্টোবর শুক্রবার ছিল বিশ্ব ডিম দিবস। “সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাশুড়িয়াতে র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে । পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে দিবসটি পালিত হয়। দাশুড়িয়া প্রি-ক্যাডট স্কুল’র পরিচালক গোপাল অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও ভিশন এগ্রো লিমিটেডের প্রতিনিধি ডাঃ ইমরুল কায়েস। বক্তারা এসময় ডিমের পুষ্টিগুণের উপর আলোচনা করেন। অত্র প্রতিষ্ঠানের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাকিব হোসেন’র সঞ্চালনায় এসময় জাগরণী চক্র ফাউন্ডেশনের মোঃ খোয়াইব হোসেন, মোঃ জিয়াউল হক, আঃ আল-মামনু , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …