নিজস্ব প্রতিবেদক
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে পৌর সংসদের সাথে মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে পৌর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর কর্মচারী সংসদের সভাপতি প্রভাত কুমার চন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র উমা চৌধুরী জলি। মতবিনিময় সভায় শহর পরিষ্কার পরিছন্নতা করার পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়ার কথা জানানো হয়েছে। তারই অংশ হিসেবে পৌর পরিষদ কর্মচারী সংসদ এবং পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো পৌরভবনে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। মেয়র জানান এই সংকটকালীন সময়ে পৌরসভার নির্বাচিত প্রতিনিধি সহ সকল কর্মকর্তা-কর্মচারী কে মশা নিধনে একযোগে কাজ করতে হবে।
আরও দেখুন
নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় মহড়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক……“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক …