বুধবার , নভেম্বর ২৯ ২০২৩
নীড় পাতা / আইন-আদালত / ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার৭২

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার৭২

মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২২ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৫২২টি ইয়াবা, ২৯৫ দশমিক ৫ গ্রাম ১ হাজার ৪৬৭ পুরিয়া হেরোইন, ৩৯৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ১৫৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫১টি মামলা করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। দলীয় মনোনয়ন না পেয়ে তারা কেউ …