নীড় পাতা / জাতীয় / ডিএমপি`র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১২

ডিএমপি`র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১২

মাদকের ঠাই নাই এ দেশের মাটিতে এই প্রতিপাদ্য কে সাথে করে কাজ করে চলছে প্রশাসন। রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে বুধবার (৩১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

ডিএমপি সূত্র জানায়, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮১ গ্রাম এক হাজার ৯৮০ পুরিয়া হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা, ৮৫০ বোতল ফেনসিডিল ও ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৭টি মামলা করা হয়েছে।

আরও দেখুন

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নীলফামারীর চিলাহাটি থেকে রাজধানী ঢাকার পথে নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ …