নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের ৪২৭ তম এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে তমালতলায় এ শাখাটির উদ্বোধন করেন। খন্দকার ট্রেডার্সের সত্বাধিকারী জহুরুল ইসলাম শাখাটি পরিচালনা করবেন।
শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন চেরানের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের নাটোরের ডেপুটি ম্যানেজার রাজিবুল হাসান, এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার আশরাফুল আলম, সিনিয়র কর্মকর্তা শ ম আশরাফুল ইসলাম প্রমুখ।
এজেন্ট ব্যাংকিংয়ের এ শাখার স্বত্তাধিকারী জহুরুল ইসলাম জানান, শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, এটিএম কার্ড প্রদানসহ যাবতীয় সেবা দেওয়া হবে। এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।
আরও দেখুন
মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …