শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক, হিলি
“ঈদ-উল-আযহা’’ ও “জাতীয় শোক দিবস” উৎযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্য্যক্রম শুরু হয়েছে। শুরু হয়েছে বন্দরের পানামা পোর্টে আমদানিকৃত পণ্যের লোড-আনলোড। শ্রমিকদের মাঝে ফিরেছে স্বস্থি, বন্দরে ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। এখন ব্যস্ত সময় পার করছেন সিএন্ডএফ এজেন্টস সদস্যরা। এদিকে কাষ্টমস কর্মকর্তারা অফিস করতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ঈদের কারণে ১০ আগস্ট থেকে টানা ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার পর আজ রোববার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম আবারও চালু হয়েছে।

এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী যাতায়াত ছিলো স্বাভাবিক।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …