নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেটার তাইজুল এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নলডাঙ্গা থানায় ট্রাফিক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, বিকেলে ট্রাফিক পুলিশের নিয়মিত যানবাহনের কাগজ চেকিং চলছিল। এই সময় তাইজুল ইসলামের মোটরসাইকেল যোগে সেখানে আসলে তাকে মোটরসাইকেলের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়। তিনি কাগজ দেখাতে পারেননি এবং তার মাথায় হেলমেট ছিল না। এ সময় ট্রাফিক পুলিশ তার বিরুদ্ধে যানবাহন নিয়ন্ত্রণ অধ্যাদেশ মামলা দায়ের করেন। এ ব্যাপারে ক্রিকেটার তাইজুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাইজুল জানান, হেলমেট এবং কাগজপত্র সব কিছুই বাড়িতে রেখে বিকেলে গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম। এই অবস্থায় চেকপোস্টে পৌঁছালে ট্রাফিক পুলিশ মামলা দেয়।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …