বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জাতীয় / জনগণের অধিকার আদায়ের জন্যই কাজ করেন শেখ হাসিনা

জনগণের অধিকার আদায়ের জন্যই কাজ করেন শেখ হাসিনা

৩৮ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা এদেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার ১৪ জুলাই চট্টগ্রামের জামালখান রিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বন্দি দিবসের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। জননেত্রী শেখ হাসিনা মৃত্যুর মুখে থেকেও পিছপা হননি, বিচলিত হননি। দলে অনেক সুযোগসন্ধানী ঢুকেছে। অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। সুযোগসন্ধানী-অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে ২১ বছর যারা বুকে পাথর চেপে রেখে দলের জন্য ত্যাগ করে গেছে তাদেরকে নেতৃত্বে আনতে হবে। এসব কর্মীই দরকার আওয়ামী লীগের। আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। অনেকে আওয়ামী লীগে যোগ দিবে। আওয়ামী লীগে যোগদান করে দল করার অধিকার সবার আছে কিন্তু সবার পদ-পদবী পাওয়ার অধিকার নেই।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে। ক্ষমতায় এসে সবকিছু লুটেপুটে খায়। তারা টানা কয়েকবার এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে-বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমদ এমন মনগড়া বক্তব্য দিয়েছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কুমিল্লা আদালতে ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
তিনি বলেন, বাসার ভেতর স্বামী-স্ত্রী ঝগড়া করলে সেটাকে কী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলবেন বিএনপি নেতারা!
সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …