রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ছেলেধরা সন্দেহে এবার জ্যোতিষী আটক

ছেলেধরা সন্দেহে এবার জ্যোতিষী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার রাতে ছেলেধরা সন্দেহে এক জ্যোতিষীকে আটক করেছে স্থানীয়রা।

আটক অনাথ চক্রবর্তী ওই উপজেলার পুটিমারী ব্রাহ্মণপাড়ার অমরিকা চক্রবর্তীর ছেলে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, উপজেলার কেশবা গুচ্ছগ্রামের একটি বাড়ি থেকে স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ওই জ্যোতিষীকে আটক করে। ওই সময় তিনি একটি ঘরে আশ্রয় নিলে স্থানীয়রা ঘরটি ভাঙচুর করে। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার ব্যাগে রাশিফল গণনার পঞ্জিকা ও কড়ি পাওয়া গেছে।

আরও দেখুন

ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ করে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল …