শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ছাত্রলীগকে নিষিদ্ধ করার লালপুরে আনন্দ মিছিল 

ছাত্রলীগকে নিষিদ্ধ করার লালপুরে আনন্দ মিছিল 

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠণ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করায় লালপুরে  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটের নেতৃত্বে আনন্দ মিছিলটি লালপুর হল মার্কেট থেকে শুরু রামকৃষ্ণপুর মোড় প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়। 

এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, হই হই রই ছাত্রলীগ গেলো  কই, ছাত্রলীগ করিস না পিঠের চামড়া থাকবে না, খুনি হাসিনা দেখে যা রাজ পথে তোর বাপের।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন লালপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, আবু রায়হান, মিরাজুল ইসলাম প্রমুখ। পরে লালপুরে জন সাধারণের মাঝে মিষ্টি বিতরণ করে তারা।

উল্লেখ্য গতকাল রাতে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে মাধ্যমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …