নিজস্ব প্রতিবেদক:
চোরা গোপ্তা পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি। এখন গনতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে তারা – নাটোর সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন সড়ক ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের।
আজ ১৭ নভেম্বর দুপুরে সিংড়া কোর্ট মাঠে আয়োজিত সম্মেলনে মন্ত্রী আরো বলেন, তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ১৭ কোটি মানুষের জীবন তাদের কাছে নিরাপদ নয়। হাওয়া ভবন থেকে আরারো লুটপাট শুরু হবে। দুর্নীতিতে দেশ আবার চাম্পিয়ান হবে। আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলতে সকল নেতা কর্মিকে আহবান জানান তিনি।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লাপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ নেতৃবৃন্দ।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …