বৃহস্পতিবার , অক্টোবর ৩১ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / চায়না দুয়ারী জাল নির্মূল করে চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনবো

চায়না দুয়ারী জাল নির্মূল করে চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনবো

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে নাটোরের সিংড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চায়না দুয়ারী জাল নির্মূল করে চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনবো। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বদ্ধ পরিকর। প্রতি বছর এ উপজেলা থেকে প্রায় ২১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করা হয় এর মধ্যে শুধু উন্মুক্ত জলাশয় থেকে বর্ষাকালসহ বছরে মাছ আহরণ করা হয় প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন।

তিনি আরও বলেন, চলতি অর্থ বছরের শুরুতেই স্থানীয় বাজার গুলোতে ৮টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ১৫ হাজার মিটার চায়না দুয়ারী ও প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে। গত অর্থবছরে ৫টি নিয়মিত মামলা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় মাছের বাজারগুলোতে প্রতিনিয়ত মনিটরিং করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।

আরও দেখুন

শেখ হাসিনা সাড়ে ১৫বছর ধরে দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে-রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে লালপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত …