বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিরপেক্ষ-আইনানুগ নির্বাচনের সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিরপেক্ষ-আইনানুগ নির্বাচনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
“নির্বাচন কমিশন একটা জিনিসই চায়, ‘নিরপেক্ষ-আইনানুগ নির্বাচন,’ আর তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে নির্বাচন কমিশন।” আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

নির্বাচন কমিনার বলেন,‘অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন যেসব কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনকালে গাফিলতি করবেন তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি লংঘন করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান কমিশনার।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির-উজ-জামান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াকিল রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …