রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজনে নারায়নপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারকে চাল, মুড়ি ও শুকনো খাবার বিতরন করা হয়েছ। আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রেজা ইমনের নেতৃত্বে বেলা ১১ টার দিকে নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থান এগুলো বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ, আতিকুর রহমান, তুহিন রানা, যুন্ম সাধারন সম্পাদক হাসিব রায়হান ইমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুল মোমিন সাদ্দাম, নবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুজ্জামান মাসুম, শাহ্ নেয়ামুতুল্লাহ কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রমজান ইসলাম সোহানসহ জেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের পাশে দাড়াতে পারায় অনেক ভাল লাগছে।  জেলা ছাত্রলীগ সব সময় সবার পাশে থেকে কাজ করতে চাই।

আরও দেখুন

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …