বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) চেম্বার ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহই শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে দুটি প্যানেলে ৩৮ জন প্রার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে ৮ বারের নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদের নেতৃত্বে সাধারণ গ্রুপে ১৪ জন এবং সহযোগি সদস্য পদে ৫ জন অংশ নিয়েছেন।

অপরদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলে সাধারণ গ্রুপের ১৪ জন এবং সহযোগি সদস্য পদে ৫ জন অংশ নিয়েছেন। সাধারণ ও সহযোগি পদে ১ হাজার ২৭৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে এই নির্বাচনে প্রভাবিত করার জন্য জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান, বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ হারুন ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া সাবেক স্বেরাচারের দোষরদের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বদ্বী প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলের প্রার্থী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে সদস্য হয়েছেন এবং তারা সমসংখ্যক ভোট প্রদান করছেন।

তবে এই দাবি নাকচ করে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সোলাইমান বিশু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সকল নিয়ম মেনেই ভোটগ্রহণ করা হচ্ছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …