শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ২৫ নতুন উদ্যোক্তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে ২৫ নতুন উদ্যোক্তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ছোট-বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেন ২৫ জন নতুন উদ্যোক্তা।পরে বাবুডাং এলাকায় বনভোজন করেন।
আজ বুধবার সকাল থেকে বিসিকে ম্যাংগ পাল, নবাব অটোরাইস মিল, পিয়াসা এগ্রো, ব্রাশএগ্রোসহ বিভিন্ন প্রোজেক্ট।

এসময় উপস্থিত ছিলেন ইএসডিপি (বিডা) প্রশিক্ষণ সম্বানায়ক এস.এ.এ. শাফী, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদ, নবাব গ্রুপের চেয়ারম্যান আকবর আলীসহ অন্যরা।
পরে প্রোজেক্ট।

ইএসডিপি (বিডা) প্রশিক্ষণ সম্বানায়ক এস.এ.এ. শাফী, বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উদ্যোগ বিনিয়ক বিকাশের লক্ষ্যে নতুন প্রজন্মের কাছে নতুন উদ্দ্যোমে বিডার এ আয়োজন। তিনি আরো বলেন চাকুরি না করেই নিজে নিজেই কিছু করেই অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এই প্রশিক্ষন গ্রহন করে।

আরও দেখুন

গুরুদাসপুরে বিনা নোটিশে

ব্যবসায়ীকে উচ্ছেদ, জায়গা ফিরে পাওয়ার দাবি নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে বিনা নোটিশে বস্ত্র ব্যবসায়ীকে দোকান …