নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বঙ্গবন্ধু চত্বরে পৌর আ.লীগের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি মো. রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ হালিমা খাতুন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনসহ সর্বস্তরের নেতাকর্মীরা।
তারেক রহমানই যে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পকারী ছিলেন তা এখন প্রমাণিত। অথচ সেই মূল পরিকল্পনাকারী বিদেশের মাটিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বাস্তবায়নের দাবি তোলেন বক্তারা।
এদিকে সারাদিন ব্যাপী ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …