মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
উত্তর প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার চলমান সংগ্রামে, আমরা এক একজন অকুতোভয় সৈনিক হব-এ প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে এবারের মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সুচনা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ও জাতির পিতার প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রাশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সকাল সাড়ে ৮ টায় মেসবাহুল হক বাচ্চু ডাক্তার ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানো হয়। পরে মুক্তিযোদ্ধা,পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুজকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
এছাড়াও, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলার সকল শিক্ষকা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হচ্ছে।
পরে স্টেডিয়ামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মনজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …