বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অবৈধভাবে মাছ ধরা ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। আজ শনিবার দুপুরে মহানন্দা নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় অবৈধ কারেন্ট জালগুলো। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৪টি মামলা ও মাছ ধরার অপরাধে ৪ জন জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেস মোঃ রুহুল আমিন বলেন, প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে ভ্রাম্যামান আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুলতানগঞ্জ মহানন্দা ঘাট থেকে তড়পা ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় ১৬ হাজার অবৈধভাবে মাছ ধরা কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষ জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ওই সময় ৪টি মামলা ও মাছ ধরার অপরাধে ৪ জন জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এই সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অপরাধ সচেতনামুলক কথাও বলেন জেলেদের এবং সতর্ক করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে …