নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
“বাল্য বিবাহ করবো না; বাল্য বিবাহ দিবো না” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আয়োজনে বালুগ্রাম আদর্শ কলেজ মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, সদর উপজেলার চেয়ারম্যান মোখলেসুর রহমান ও একই উপজেলার ভাইস চেয়ারম্যান সোহরাব আলী।
এ সময় তারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর বয়স না হলে বিবাহ দিবেন না এবং বিবাহ করবেন না। তারা আরো বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
