নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্র্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে ডিম বিক্রেতা জাহঙ্গীর আলম হত্যা মামলায় একজনকে মুত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে ও নিহত জাহঙ্গীরের সৎ ভাই কেতাব আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ‘২০১৮ সালের ৪ মে মনাকষা বাজার থেকে ডিম বিক্রি করে বাসায় ফেরার পথে রাত সাড়ে ১২ টা থেকে একটার মধ্যে বাড়ির জমি জমা নিয়ে বিরোধের জের ধরে কেতাব আলী ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে জাহাঙ্গীরকে। এ ঘটনায় জাহাঙ্গীরের ছেলে অসিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় চাচা কেতাব আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৮ সালের ২৫ জুলাই এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহাতাব আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য-প্রমানাদি শেষে আজ আদালত এই মামলার রায় প্রদান করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মটর সাইকেল শোডাউন করেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত আলোচনাসভা করেছেন জেলা আওয়ামী …