নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির নির্মাণাধীন টেলিকম টাওয়ার থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাজারাম গোবিন্দপুর গ্রামের রফিক আলীর ছেলে রওশন মিয়া (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ ফাড়িতে টেলিকম টাওয়ারে নির্মাণাধীন শ্রমিক হিসেবে কাজ করতে রওশন। আজ বিকেল ৩ টার দিকে টাওয়ারের কাজ করার সময় সিঁড়ি পরিবর্তন করতে যাওয়ার সময় আড়াই’শ ফুট উপর থেকে নিচে পড়ে যায় রওশন। এসময় তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও দেখুন
মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …