নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যকান্ডের বিচার দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনাববগঞ্জে মানববন্ধন করেছে জাসদ ছাত্রলীগ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানবন্ধনের আয়োজন করে জাসদ ছাত্রলীগ-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।
ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা বলেন, দেশে কোন গণতন্ত্র নেই এবং গণতান্ত্রিক কার্যক্রমও নেই। নেই কোন আইনের শাসন। যার ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক হত্যাকান্ড ঘটেই চলেছে। আবরার হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া শিশু ধর্ষক, দখলবাজ, টেন্ডারবাজ-দূনীর্তিবাজ ও লুটেরাদের বিরুদ্ধেও; কঠোর শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
এ সময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বির্তক সংঘের সভাপতি আহসান আলী, পৌর জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ফারুকী, জাসদ কলেজ শাখার সাধারণ সম্পাদক আসিফি ইয়াসিন রনি ও ছাত্র নেতা নুর আলম।
আরও দেখুন
সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …