শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে অর্থের বিনিময়ে একজনের জমি অন্যের নামে খতিয়ানভুক্ত করার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে অর্থের বিনিময়ে একজনের জমি অন্যের নামে খতিয়ানভুক্ত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে খতিয়ানভুক্ত করার অভিযোগ উঠেছে রাজশাহী সেটেলমেন্ট দিয়ারা অপারেশন রাজশাহী অফিসের ভারপ্রাপ্ত রেকর্ডকিপার আকবর হোসেন ও সিটকিপার (ড্রাফটসম্যান) আলমগীর হোসেনের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের শান্তিমোড় এলাকায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ভুক্তভোগি সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ইমাজ উদ্দিনসহ প্রায় ২০ জন ব্যক্তি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বরা হয়, ২০০৮ সালে সদর উপজেলার দেবীনগর মৌজার জমি জরিপ কার্যক্রম শুরু হয়ে সঠিকভাবে ২০১৫ সালে শেষ হয়। তারপর ২০১৬ হতে ২০২২ সাল পর্যন্ত রাজশাহী সেটেলমেন্ট দিয়ারা অপারেশন রাজশাহী অফিসের ভারপ্রাপ্ত রেকর্ডকিপার আকবর হোসেন ও সিটকিপার (ড্রাফটসম্যান) আলমগীর হোসেন দুর্নীতি করে অর্থের বিনিময়ে শতাধিক প্রকৃত মালিকের প্রায় ১’শ একর জমি কর্তন করে ‍উসমান গনি, রেজাউল করিম, আব্দুর রহমানসহ বেশ কয়েকজন ভুমিদস্যুদের নামে খতিয়ানে রেকর্ড করেন।

বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের জমি তাদের ফিরিয়ে দিতে ভুমিদস্যদের খতিয়ান বাতিল করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী তাজেমুল হক, মোশারফ হোসেন, সফিকুল ইসলাম, ইমাজ উদ্দিন সহ অন্যরা।

তবে রেকর্ডকিপার, সিটকিপারসহ ভুমিদস্যুদের মোবাইলে একাধিক বার ফোন দিয়েও তারা ফোন রিসিভ করেননি।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …