নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের একটি আমবাগান থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত যুবক হলো ভোলাহাট উপজেলার হাঁসপুকুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলমগীর হোসেন।
ভোলাহাট থানার ওসি নাসির উদ্দীন মন্ডল জানান, আলমগীর হোসেন একটি পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি পাহারার কাজে নিয়োজিত ছিলেন। রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে আলমগীরের মরদেহ করে থানায় নেয়া হয়।
পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …