নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে গতকাল নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার সকালে নারায়নপুর ইউনিয়নের বান্নাপাড়া এলাকার একটি বিলের মাঝে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। বাবা-ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ ।
মৃত ব্যক্তিরা হলো শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তের-রশিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে শাহাবুদ্দীন ও শাহাবুদ্দীনের ছেলে আব্দুল্লাহ।
পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, গতকাল সকালে প্রতিদিনের মত শাহাবুদ্দীন ও তার ছেলে টিনের বাড্ডি নৌকায় করে পদ্মায় মাছ ধরতে যেয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডবুরী দল তাদের উদ্ধারে কার্যক্রম চালালেও; তীব্র স্রোতের মুখে তাদের উদ্ধার করতে পারেনি। আজ সকালে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
আরও দেখুন
সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …