মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের নূরানী একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের নূরানী একাডেমিতে ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ নূরানী একাডেমি বাংলাদেশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

একাডেমির পরিচালক মো. আলী আসরাফ এর সভাপতিত্বে শনিবার সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কৃষকলীগ নেতা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-হাসান ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব হাফেজ নাসিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহনেওয়াজ দুলাল, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান আলোচক হিসাবে ইসলামের উপর আলোচনা করেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন। শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আম নিয়ে বহুমুখীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ…………….চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাষ্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক …