নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / চলনবিলের হাজার হাজার কৃষক লাভবান হবে

চলনবিলের হাজার হাজার কৃষক লাভবান হবে

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কালিনগরথেকে চলনবিল এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ নির্মান কাজ শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনুর  প্রচেষ্টায় কলম ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয় হতে মুসার বাড়ি হয়ে বড় মসজিদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বেড়ি বাঁধ নির্মান কাজের উদ্বোধন করা হয়।  

সোমবার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু সেচ্ছাসেবী এ কাজের শুভ সুচনা করেন।এ কাজের সুচনা করায় এলাকার জনগন খুশি। 

মঈনুল হক চুনু জানান, কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিলো, আমি তাদের পাশে থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিষয়টি জানানোর পর তিনি গুরুত্ব দিয়েছেন। যার কারনে কাজটি সফল হবার পথে।   এই বাঁধ নির্মানের ফলে বন্যার কবল থেকে রক্ষা পাবে প্রায় তিন হাজার বিঘা জমির ফসল এবং কৃষকরা বছরে তিন বার আবাদ করতে পারবে। এতে অত্র এলাকার হাজারো কৃষক লাভবান হবে।

আরও দেখুন

সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে …