রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / Uncategorized / ঘোড়াঘাটে স্বামীকে ফেলে কলেজ পড়ুয়া স্ত্রী উধাও

ঘোড়াঘাটে স্বামীকে ফেলে কলেজ পড়ুয়া স্ত্রী উধাও

নিজস্ব প্রতিবেদক, হিলি
প্রেম মানেনা জাতি-ভেদ। মানেনা জাত-কুল-ধর্ম-বর্ন, এমন কি মানেনা সময়-অসময়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লালবাগ গ্রামের রিজু মিয়ার কলেজে পড়–য়া স্ত্রী শিমু পরকিয়ায় হাবুডুবু খেয়ে প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

থানা সুত্রে জানাগেছে, ঘোড়াঘাট পৌর এলাকার লালবাগ গ্রামের রফিক মিয়ার ছেলে রিজু মিয়ার ৬ মাস আগে একই গ্রামের খালাতো বোন শিমুর সাথে বিয়ে হয়। বিয়ের পর শিমুকে তার স্বামী খেলাপড়া করার জন্য ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজে এইচ এসসিতে ভর্তি করে দেয়। এ দিকে মেহেদীর রং মুছতে না মুছতেই শিমু অন্যের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

রিজুর পরিবার সুত্রে জানা যায়, শনিবার শিমু কলেজের উদ্দেশ্যে ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাপড়, সোনার অলংকার ও নগত টাকা নিয়ে উধাও হয়।

এদিকে ঘোড়াঘোট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, এ ঘটনায় রিজুর বাবা রফিক মিয়া বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি জিডি দায়ের করেছে।

আরও দেখুন

বড়াইগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা, আহত এবং বেগম খালেদা …