সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাবেন,সহজ পদ্ধতি দেখালো-নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী

গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাবেন,সহজ পদ্ধতি দেখালো-নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

বিপদ কখনো বলে কয়ে আসে না,বিপদ আসে হঠাৎ করেই। এই সকল বিপদের মধ্যে অবশ্যই আগুন লাগার ঘটনা হল মারাত্মক বিপদ। এই মারাত্মক বিপদ থেকে প্রাথমিকভাবে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে তা হাতে-কলমে দেখালো নাটোরের নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা। আজ ২২ সেপ্টেম্বর রোববার এই অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রদর্শন করা হয়। জানা যায়,উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যকম করা হচ্ছে,কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে। এরই অংশ হিসেবে রবিবার(২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধনগর বাজারে এমন সচেতনতা কার্যকম করেছে বাহিনীর সদস্যরা। সেই সকল সচেতনতামূলক কার্যকমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে সহজে নেভানো যাবে দেখানোর পাশাপাশি আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। স্থানীয় ব্যাবসায়ী রাকিব হোসেন,টুটুল প্রামানিকসহ অনেকে বলেন,গ্যাস সিলিন্ডার এখন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই সকল গ্যাস সিলিন্ডারে আবার আগুন লাগার ঘটনাও সামনে আসে। সে ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সহজেই কিভাবে নেভানো যায় তার পদ্ধতির কথা হাতে-কলমে দেখান বাহিনীর সদস্যরা। এমন পদ্ধতি জানতে পেলে আমরা অনেকেই সচেতন হয়েছি। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে হাতের কাছে থাকা কাপড় অথবা কম্বল জাতীয় পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্যাস সিলিন্ডার মুড়ে দিলে সহজেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে। নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন,কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আমরা উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যকম করে যাচ্ছি। আমাদের এই জনসচেতনতামূলক কার্যকম অব্যহত থাকবে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …