সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গোপালপুরে শিব শিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ উপলক্ষে শোভাযাত্রা

গোপালপুরে শিব শিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, লালপুর
লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ পৌর মহাশ্মশানে শিব শিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবোধ কুমার পাঠকের নেতৃত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তমালতলা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুণ্ডু প্রমুখ।

শোভাযাত্রাটি উপজেলার ঠাকুর বাড়ি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাশ্মশানে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য সকাল ১০ টা থেকে পবিত্র শিব শিলায় গঙ্গাজল অর্পণ শুরু হয়ে যায়। এ উপলক্ষে উপজেলা সহ আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত পূণ্যার্থী এই নগ্ন পদযাত্রা অংশগ্রহণ করে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …