নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / গোদাগাড়ীতে নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,গোদাগাড়ী

রাজশাহীর গোদাগাড়ীতে নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৩ ডিসেম্বর) মঙ্গলবার সারাদিন ব্যাপি এই কর্মশালা গোদাগাড়ী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় এবং উপজেলা পরিষদ যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। কর্মশালায় শতাধিক চালক,সাংবাদিক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে চালক ও পথচারীদের সর্তক অবস্থায় রাস্তায় চলাচল করতে হবে।সবাই আরও সচেতন হলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …